Thursday, October 2, 2025
spot_img
Homeবিনোদনবিয়েবাড়ি না ডেটিং ক্লাব!

বিয়েবাড়ি না ডেটিং ক্লাব!

বিয়ে বাড়িতে প্রেমিক তথা হবু বর শিখর পাহাড়িয়াকে নিয়ে হাজির হয়েছেন শ্রীদেবী-কন্যা অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর ওই একই বিয়ে বাড়িতে পৌঁছে গেছেন বোন খুশিও। একা নয় সঙ্গে ছিলেন তার কথিত প্রেমিক অভিনেতা বেদাং রায়না। একই বিয়ের আসরে ছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এবং ওরি ওরফে ওরহান
আওয়াত্রামানি। সম্প্রতি দিল্লিতে বন্ধুর এক বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন এরা।
অনন্যা পান্ডে এবং অরি গ্র্যান্ড অনুষ্ঠানের ঝলক সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন। ছবিগুলির একটিতে জাহ্নবী,শিখর এবং সিটিআরএল অভিনেত্রী তাদের উষ্ণ হাসির মুডে ধরা দিয়েছেন। জাহ্নবী পড়েছিলেন একটি লাল সিকুইন যুক্ত শাড়ি আর শেখর কালো প্যান্টের সাথে একটি সাদা বাঁধগলা বেছে নিয়েছিলেন। অন্য একটি ছবিতে অরি খুশির সঙ্গে পোজ দিয়েছেন। আরেকটি স্ন্যাপ শর্ট ক্যাপচার করে বেদাং অরির সঙ্গে পোস্ট দিচ্ছেন।

Read More

Latest News